মোঃ পারভেজ খান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়াইল বাজারে বড়াইল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আবুল বাশারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান। বড়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ন সাধারন সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এমদাদ উদ্দিন খাদেম, পৌর বিএনপির সহসভাপতি মোঃ ইলিয়াস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন মাস্টার, বড়াইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন মিয়া ও সুমন আহমেদ, যুবদল নেতা মনজুরুল আলম মজনু, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সাবেক ছাত্রদল নেতা আব্দুল আজিজ, পৌর বিএনপি নেতা আব্দুল আউয়াল। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতির মঙ্গল কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদর জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।